আফগানিস্তানের রাজধানী কাবুলের মধ্যাঞ্চলে প্রথম আত্মঘাতী বোমা হামলার স্থলেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে। এ সময়ে ঘটনাস্থলে একদল সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে ১০ সাংবাদিকসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস।
একজন হামলাকারী মোটরবাইকে করে এসে প্রথম হামলাটি চালায়। তখন সেখানে সাংবাদিকসহ লোকজন ছুটে গেলে তার ১৫ মিনিট পরেই চালানো হয় দ্বিতীয় হামলাটি। বার্তা সংস্থা এএফপি বলছে, তাদের প্রধান ফটোসাংবাদিক শাহ মারাই হামলায় নিহত হয়েছেন। পুলিশের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে এএফপি বলছে, ‘হামলাকারী একজন সাংবাদিকের বেশে সেখানে গিয়েছিলেন। লোকজন জড়ো হওয়ার পর সে এই বিস্ফোরণটি ঘটায়।’
Read More News
রেডিও ফ্রি ইউরোপও নিশ্চিত করেছে যে তাদের দু’জন সাংবাদিকও নিহত হয়েছেন। তারা হলেন আবদুল্লাহ হানানজাই এবং মোহাররম দুররানি। এএফপি বলছে, আরো যেসব সাংবাদিক নিহত হয়েছেন তাদের মধ্যে ওয়ানটিভির দু’জন, টোলো নিউজের একজন এবং জাহান টিভির একজন। তাদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আইএস এক বিবৃতিতে বলেছে, এই হামলার লক্ষ্য ছিল গোয়েন্দা বিভাগের সদর দপ্তর।