কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে ২২ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে পরপর দুটি আত্মঘাতী বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রী শাহ মারাই নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় তিন সাংবাদিকসহ আহত হয়েছেন ২৭ জন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
Read More News

পুলিশের মুখপাত্র কাবুল হাশমাত স্তানিকজাই বলেন, প্রথম বিস্ফোরণের পরপরই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, যাতে সাংবাদিকদের লক্ষ্য করা হয়।

স্থানীয় সময় সকাল ৮টার ঠিক আগেই আফগান গোয়েন্দা সদর দপ্তরের কাছে প্রথম হামলাটি চালানো হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *