অর্ধেকেরও বেশি চিত্রকর্মই নকল

দক্ষিণ ফ্রান্সের একটি আর্ট গ্যালারি কর্তৃপক্ষ সম্প্রতি জানতে পেরেছে, তাদের সংগৃহীত চিত্রকর্মের অর্ধেকই নকল। শিল্পী এটিয়েন টেরাসকে উৎসর্গীকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন সেই জাদুঘর কর্তৃপক্ষ গত ২০ বছরে এক লাখ ৬০ হাজার ইউরো খরচ করে এসব নকল চিত্রকর্ম সংগ্রহ করেছে।

কয়েক মাস আসে জাদুঘরের বিভিন্ন মাধ্যমে তৈরি এসব চিত্রকর্ম নিয়ে প্রথম প্রশ্ন তোলেন শিল্প ঐতিহাসবিদ এরিক ফরকাডা।

বিশেষজ্ঞদের একটি কমিটি নিশ্চিত করেছে, ৮২টি চিত্রকর্মের ৪০টিই ওই শিল্পী আঁকেননি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
Read More News

শুধুই ওই জাদুঘরই নয়, অন্য বড় বড় আর্ট গ্যালারিগুলোর সংগৃহীত চিত্রকর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। ধারনা করা হচ্ছে, এসব গ্যালারির চিত্রকর্মগুলির ২০ ভাগই নকল। এদিকে টেরাস জাদুঘর নতুন করে সাজাতে সম্প্রতি ৩ লাখ ইউরো বিনিয়োগ করেছে মিউনিসিপাল কাউন্সিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *