বিপিএল উপস্থাপনা দিয়ে আলোচনায় আসা লাক্স তারকা আমব্রিনা সারজিনা আমব্রিন। গত মাসের ৪ নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন আমব্রিন। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে দাম্পত্য জীবনে বেশ সুখেই আছেন জনপ্রিয় এই উপস্থাপিকা।
দর্শকপ্রিয় উপস্থাপক আমব্রিন মা হতে চলেছেন। সামনের মাসে বেবি শাওয়ার অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে।
তাঁর বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরী। কানাডার টরন্টোর একটি কোম্পানিতে চাকরি করছেন তিনি। কানাডায় পারিবারিকভাবে আমব্রিন ও তৌসিফের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর এখনো দেশে ফিরেননি আমব্রিন। কানাডায় সুন্দর সময় পার করছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, নতুন জীবন আমার কাছে সবসময় রঙিন লাগছে। খুব ভালো আছি এখানে।
Read More News
আমব্রিন একসময় মডেলিং ও অভিনয় করতেন। এখন উপস্থাপনা তাঁর একমাত্র লক্ষ্য। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দেশ-বিদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া ছাড়াও অনেক শোবিজ তারকার সাক্ষাৎকার নিয়েছেন তিনি। উপস্থাপনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।