রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ‘আবদুল হামিদ’

টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন মো. আবদুল হামিদ। দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে মঙ্গলবার শপথ নেন তিনি ।

সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ বাক্য করান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিরা, মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে ছিলেন।
Read More News

২০১৩ সালে প্রথমবারের মতো দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ আবদুল হামিদ। সেই মেয়াদ শেষ হয়ে আসায় গত ২৫ শে জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর মনোনয়নপত্র দাখিলের দিন একমাত্র বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মনোনয়নপত্র জমা পড়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হন।

টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন মো. আবদুল হামিদ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *