কেট মিডলটন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। এই নিয়ে তৃতীয় সন্তানের জন্ম দিলেন লন্ডনের রাজ পরিবারের এই রাণী।
রবিবার কেটের প্রসব য্ন্ত্রণা ওঠে। সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তিনি ছেলে সন্তানের জন্ম দেন।
কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৬ বছরের কেট মিডলটনের সাথে মধ্য লন্ডনের প্যাডিংটনে সন্ত মেরি হাসপাতালের লিন্ডো উইং-এ ভর্তি রয়েছেন।
Read More News
২০১৩ সালে প্রথম সন্তান প্রিন্স জর্জ এবং ২০১৫ সালে দ্বিতীয় সন্তান প্রিন্সেস শার্লোটের জন্ম হয়েছিল। প্রিন্স উইলিয়ামের জন্মও এখানেই হয়েছিল।
শেষবার ২২ মার্চ, লন্ডনের একটি চ্যারিটি মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর থেকে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন কেট।
রাজ-সিংহাসনের উত্তরাধিকারের ক্রমাঙ্ক অনুযায়ী, কেটে’র তৃতীয় সন্তানের জায়গা তার ভাই-বোনের পর পঞ্চম স্থানে রয়েছে।