উইকিপিডিয়া শীর্ষ তালিকায় ‘রুনা লায়লা’

উইকিপিডিয়া সম্প্রতি সেরা হিসেবে প্রমাণিত শীর্ষ ৩০ বাঙালির নাম প্রকাশ করেছে। আর এই নামগুলোর মধ্যে স্থান পেয়েছেন বাংলাদেশের খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা।

বিষয়টি নিয়ে ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত রুনা লায়লা। রুনা লায়লা বলেন, ‘আমার তো শুরুতে বিশ্বাসই হয়নি যে শীর্ষ ৩০ জনের মধ্যে আমার নামও আছে। কারণ এই ৩০ জনের তালিকায় আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অমর্ত্য সেনসহ আরও অনেকে।

এই সম্মানিত তালিকায় আমার নামও আছে দেখে আমি বিস্মিত হয়েছি। এই ভালো লাগা সত্যিই প্রকাশের মতো নয়। আমি কৃতজ্ঞ আমার সব ভক্ত, দর্শক-শ্রোতাদের প্রতি। কারণ তাদের উৎসাহেই আমি প্রতিনিয়ত গানে উৎসাহ পাই। তাদের কারণেই আমি আজকের রুনা লায়লা।
Read More News

সর্বোপরি আমার মায়ের কথা বিশেষভাবে বলতেই হয়। কারণ মায়ের উৎসাহ, অনুপ্রেরণা এবং চেষ্টা না থাকলে আমার আজকের রুনা লায়লা হয়ে ওঠা হতোই না। আমার পরিবারের সবারই সমর্থন ছিল বলেই আমি রুনা লায়লা হতে পেরেছি। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। কারণ সবই তার ইচ্ছা। তার অশেষ রহমত ছিল বলেই আমি রুনা লায়লা হতে পেরেছি। সবার দোয়া চাই।’

এদিকে আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রটি। এতে প্রথমবারের মতো সংগীত পরিচালক হিসেবে উপস্থিত হচ্ছেন রুনা লায়লা। তার সুরে গান গেয়েছেন আঁখি আলমগীর। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *