রাজধানীর শান্তিনগরের একটি ভবনের ত্রুটিপূর্ণ লিফটের দুই দরজার মধ্যে চাপ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে শান্তিনগরের গ্রীণ পিস নামের অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে।
নিহত আলবিরা রহমান (৯) ওই অ্যাপার্টমেন্টের ১৫ তলার বাসিন্দা শিপলুর রহমানের মেয়ে। শিপলু ‘আলী বাবা ডোর কোম্পানির’ মালিকের ছেলে।
শিপলু তার স্ত্রী উম্মে সালমা রহমার ও মেয়ে উম্মে আলবিরা রহমানকে নিয়ে নিচ থেকে ১৫ তলায় উঠছিলেন।
১৫ তলায় উঠে শিপলু ও তার স্ত্রী লিফট থেকে নামলেও আলবিরা নামতে একটু দেরি করে এবং নামার সময় লিফটের দুই দরজা তাকে চাপ দেয়। ওই সময় সেন্সর কাজ করছিল না এবং উপরে কল ছিল বলে শিশুটিকে নিয়ে লিফট একটু উপরে উঠে গেলে শিশুটির মাথায়ও ছাড়ের সঙ্গে বাড়ি খায়। পরে দ্রুত আলবিরাকে নিয়ে স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Read More News
লিফট ত্রুটিপূর্ণ জেনেও ভবন পরিচালনা পর্ষদ কোনো ব্যবস্থা নেয়নি বলে ওই ভবনের ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ।