সারাদেশে কালবৈশাখী ও শিলার আঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে। রংপুরের বদরগঞ্জ ও গঙ্গাচড়ায় ২ জন, কিশোরগঞ্জের ভৈরবে ১ জন ও দিনাজপুরের পার্বতীপুরে ১ জনের মৃত্যু হয়েছে। মাগুরার দহরসিংড়ায় শিলার আঘাতে মারা গেছে ১ জন।
মধ্য চৈত্রের বিকেলে রাজধানী ঢাকায় দমকা হাওয়া ও ধূলিঝড়ের পর স্বস্তির বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির আগে ধূলিঝড়ে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের উত্তরের কয়েকটি জেলায় শিলাবৃষ্টি ও ঝড় হয়েছে। এতে বাড়িঘরসহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ী, সাঘাটা, গোবিন্দগঞ্জ ফুলছড়ি উপজেলার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে পলাশবাড়ীতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
Read More News
ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে হরিপুর উপজেলার বরুয়াল ও বনগাঁ গ্রামের হাজারেরও বেশী ঘরবাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।