স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার গভীর রাতে খুলনার একটি বাড়ি থেকে মান্নানকে গ্রেপ্তার করা হয়।
এর আগে আলোচনা সভায় হামলার ঘটনায় গত রাতে স্থানীয় সংসদ সদস্য মীর মোশতাক আহমেদ রবির ভাই এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। আবদুল মান্নানসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনের নামে এ মামলা করা হয়।
Read More News
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, মামলার পর জেলা যুবলীগের আহবায়ক আবদুল মান্নানকে খুলনার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।