বাংলাদেশে নিযুক্ত ১১ দেশের রাষ্ট্রদূত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আজ রোববার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে এক বৈঠকে নিজেদের এই উদ্বেগের কথা জানান রাষ্ট্রদূতরা। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকটি চলে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
Read More News
এ সময় ১১ দেশের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ।
জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ বলেন, আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে উদ্বিগ্ন। আইনটি স্বাধীন মত প্রকাশের পথে অন্তরায় বলে আমরা মনে করি। বিশেষ করে আইনটিতে জামিন অযোগ্য ধারা রয়েছে। আইনটির অপব্যবহারের সুযোগ রয়েছে। আমরা আমাদের উদ্বেগের কথাগুলো জানিয়েছি। সাধারণ মানুষ মত প্রকাশ করতে পারবে না বলেও তাঁরা মনে করেন।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসাডর, সুইডেনের রাষ্ট্রদূতের প্রতিনিধি, মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি, ডেনমার্কের রাষ্ট্রদূতের প্রতিনিধি, কানাডিয়ান হাইকমিশনারের প্রতিনিধি, যুক্তরাজ্যের হাইকমিশনারের প্রতিনিধি, স্পেনের রাষ্ট্রদূতের প্রতিনিধি, নরওয়ের রাষ্ট্রদূতের প্রতিনিধি, সুইজারল্যান্ডের হাইকমিশনারের প্রতিনিধি অংশ নেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক।