সমুদ্র সৈকতে ১৫০টি তিমি আটকা পড়েছে

অস্ট্রেলিয়ার ৩০০ কিলোমিটার দক্ষিণে হেমেলিন উপসাগরের কাছাকাছি একটি সমুদ্র সৈকতে ১৫০টি তিমি আটকা পড়েছে।

শুক্রবার ভোরে এক জেলে তিমিগুলো শনাক্ত করেন। এগুলো ছোট প্রজাতির তিমি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আটকে পড়া তিমিগুলোর মধ্যে প্রায় অর্ধেকের বেশি মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পশ্চিমাঞ্চলের কর্তৃপক্ষ।

তিমিগুলো নিরাপদে সরিয়ে দিতে বেশ কয়েকজন উদ্ধারকারী সমুদ্রতীরে অবস্থান নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে দিয়ে ওই এলাকা থেকে সবাইকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন।
Read More News

তিমিগুলো ঠিক কী কারণে হঠাৎ সমুদ্রতীরে এসে জড়ো হয়েছিল, বিশেষজ্ঞরা সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। এর আগে ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের সৈকতে বড় আকৃতির প্রায় ৩২০টি তিমি সৈকতে এসে আটকা পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *