ঢাকা ক্লাবের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ, হিসাব জব্দ

ঢাকা ক্লাবের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ, ব্যাংক হিসাব জব্দসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে রাজস্ব কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত পাঁচ বছর ধরে ক্লাবটি খাবার ও মিষ্টি বিক্রি এবং বার ও সেলুনসহ চালু থাকা অন্যান্য সার্ভিসের (সেবা) ওপর কোনো ধরনের ভ্যাট দেয়নি। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) হিসেবে ঢাকা ক্লাব এ সময়ে সব মিলিয়ে ৩৪ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে।

ফাঁকি দেওয়া ভ্যাট আদায়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনায় বসলেও ইতিবাচক সাড়া না পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ঢাকা ক্লাবের ব্যাংক হিসাব জব্দসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুমতি চাওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে।
Read More News

১৯৯১ সালের ভ্যাট আইনের ৫৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *