হাতিরঝিলে ওয়াটার লেজার শো

উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় উৎসবে ভাসছে বাংলাদেশ। সাত দিনব্যাপী বর্ণিল আয়োজনের দ্বিতীয় দিনে আজ রাতের আয়োজন ছিল রাজধানীর হাতিরঝিলে ব্যতিক্রমী এক ওয়াটার লেজার শো।

রাত সোয়া ৮টায় গুলশানের পুলিশ প্লাজার পাশে ঝিলের পানিতে এই লেজার শো’র আয়োজন করা হয়। লাল-নীল-হলুদ-বেগুনি আলোর ঝরণায় মুহুর্তেই বদলে যায় নগরীর ঝিলের দৃশ্য।

Read More News

মনোমুগ্ধ ওয়াটার লেজার শো’র পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী, হাবিব ওয়াহিদ প্রমুখ।

এর আগে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, এক দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন, তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। কারো অবহেলার পাত্র নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *