গত সোমবার (১২ মার্চ) নেপালের কাঠমান্ডুতে দুর্ঘটনায় নিহত হওয়ার পর দেশটিতে আপাতত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আজ বুধবার বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক (জিএম) কামরুল ইসলাম সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান।
Read More News
তিনি বলেন, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে আমাদের ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
উল্লেখ্য, ইউএস-বাংলার একটি ফ্লাইট গত সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। চার ক্রুসহ মোট ৭১ জন মানুষ ছিল তাতে। এ ঘটনায় ৫১ জন নিহত হয়।