বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠক করেছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়ে চলে রাত সোয়া ৯টা পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামীকাল সোমবার সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল।
আগামীকাল সোমবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ডাকা সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অন্যদিকে, আগামী ১৫ মার্চ চট্টগ্রামে সমাবেশের অনুমতির বিষয়েও আজকের বৈঠকে আলোচনা করেন স্থায়ী কমিটির সদস্যরা।
Read More News
বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।