৭ মার্চের ভাষণ স্বাধীনতাপ্রিয় মানুষের প্রেরণার উৎস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অতুলনীয়। তাঁর এই ভাষণ বিশ্বের সকল স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য প্রেরণার উৎস।

শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, এখন সমগ্র বাঙালি জাতি এর জন্য গর্বিত। এই ভাষণ ১৯৭৫ সালের পর দীর্ঘ ২১ বছর হারিয়ে গিয়েছিলো এবং যা মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিলো, আমরা আমাদের সেই হারানো মানিক ফিরে পেয়েছি।
Read More News

তিনি বলেন, কেবলমাত্র আমাদের জন্যই নয় বিশ্বের সকল স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য এই ভাষণ প্রেরণার উৎস। ফলে বিশ্বের সকল দেশ এই ঐতিহাসিক ভাষণ অনুসরণ করতে পারে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্ট আজ বিকেলে নগরীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *