টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী আবার পুত্র সন্তানের বাবা হয়েছেন। শুক্রবার (০৯ মার্চ) নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন সোহম-তনয়া দম্পতি।
২০১২ সালে তনয়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোহম। পরে ২০১৬ সালে প্রথমবার বাবা হন তিনি। সে সময়ও তাদের ঘর আলোকিত করে এসেছিলো পুত্র সন্তান। তার নাম সাঁঝ চক্রবর্তী।
Read More News
১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছোট বউ’ ছবিতে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন সোহম। পরে ২০০৭ সালে ‘চাঁদের বাড়ি’তে প্রধান চরিত্রে অভিনয় করেন। কিন্তু মুখ থুবড়ে পড়ে ছবিটি। ২০০৯ সালে ‘প্রেম আমার’-এ অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। এরপর ‘রহস্য’, ‘বোঝে না সে বোঝে না’, ‘জিনা’, ‘সোলজার’, ‘অমানুষ’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘লে হালুয়া লে’, ‘ব্লাক’, ‘শুধু তোমারই জন্য’র ব্লকবাস্টার ছবিগুলোতে দেখা গেছে তাকে।