শিশু জিসানকে মৃত অবস্থায় উদ্ধার

রাজধানীর নবোদয় হাউজিংয়ের একটি খালে পড়ে যাওয়া শিশু জিসানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রায় ৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিস কর্মীরা পাশের কালভার্ট থেকে তাকে উদ্ধার করে।

সোয়া ১০টার দিকে শিশুটি উদ্ধার করা হয়েছে। তার নাক-মুখ দিয়ে রক্ত ও লালা বের হচ্ছিল। তাকে শিকদার মেডিকেলে পাঠানো হয়েছে।
Read More News

শিকদার মেডিকেলের দায়িত্বরত কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, শিশুটি এখানে আনার আগেই মারা গেছে। রাত ১০টা ৪০ মিনিটে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আদাবর নবোদয় খালে নিখোঁজ হয় জিসান। শিশুটির বাবার নাম আবুল হাসেম। তিনি ওই খালের পাশেই একটি টিনশেড বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *