৩৮তম বিসিএস প্রিলি পরীক্ষার ফলপ্রকাশ

৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গত বছর ২৯ ডিসেম্বর ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ বুধবার ওই পরীক্ষার ফলপ্রকাশ করা হয়।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানান, প্রিলিমিনারি পরীক্ষায় ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হয়েছেন। ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তিতে দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। আবেদন নেওয়া শুরু হয় গত ১০ জুলাই থেকে। শেষ হয় গত ১০ আগস্ট। ৩৮ তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেন তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ জন। পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছেন মোহাম্মদ সাদিক।
Read More News
প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) পরীক্ষায় অংশ নিতে হয়। দুই ঘণ্টার ওই পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ছিল ১ নম্বর আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কেটে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *