ভুয়া তথ্য বা জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বুধবার সকালে দুদক কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ঋণ খেলাপি ব্যবসায়ীদের বিষয়টি উল্লেখ্য করে তিনি বলেন, তথ্য জালিয়াতি করে কিংবা ভুয়া তথ্য দিয়ে যারা ঋণ নেবে এবং দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Read More News
দুদক চেয়ারম্যান আরোও বলেন, ব্যবসায়িরা যদি সঠিক তথ্য দিয়ে তাদের ব্যবসা পরিচালন করেন তাহলে দেশে ঋণ খেলাপির মতো ঘটনা ঘটত না। এ সময় তিনি সঠিক তথ্য দিয়ে ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান ।
ব্যবসায়িক নেতারা বলেন, আমাদের অনেক সময় বাধ্য হয়ে দুর্নীতির আশ্রয় নিতে হয়। ব্যবসা পরিচালনার নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন ব্যবসায়িক নেতারা ।
ব্যবসায়িক নেতাদের আশ্বস্ত করে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিমুক্তভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি কোনো বাধা আসে সেক্ষেত্রে দুদক যথাযথ ব্যবস্থা নেবে ।