প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও বিশেষভাবে দৃষ্টি দিচ্ছে সরকার। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একটি জাতিকে উন্নত হতে হলে শিক্ষিত হতে হবে। তাই আওয়ামী লীগ সরকার শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতা অনুয়ায়ী পর্যায়ক্রমে প্রতিটি জেলায় একটি সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করে দিবে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, দেশে ৯৬ সালে একটিমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিলো। আমরা এখন প্রতিটি জেলায় ক্রমান্বয়ে একটি করে বিশ্ববিদ্যালয় করে দেয়ার উদ্যোগ নিয়েছি। আমরা কৃষির ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের ঘরের ছেলেরা যাতে ঘরে খেয়ে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করছি।
Read More News
তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা পৃথিবীর বিভিন্ন দেশের ছেলে-মেয়েদের থেকে মেধাবী। তাদের মেধা বিকাশের চর্চা ও বিকাশের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আমরা এর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।