৬৬ জন আরোহী নিয়ে আসেমান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ইরানের মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। আরোহীদের সবাই নিহত বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
উড়োজাহাজটি রাজধানী তেহরান থেকে ইরানের দক্ষিণ-পশ্চিমের ইয়াসুজ শহরের দিকে যাচ্ছিল। যাত্রাপথের মাঝে মধ্যাঞ্চলের জাগ্রস পর্বতমালায় ভূপাতিত হয় সেটি।
ইরানের ইসফাহান প্রদেশের সেমিরম শহরের কাছে ওই ঘটনাস্থলের উদ্দেশে রেড ক্রিসেন্ট জরুরি একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে।
Read More News
প্লেনটি স্থানীয় সময় রোববার ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা) তেহরান থেকে রওনা দিয়েছিল। এর বেশ কিছু সময় পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার পর থেকে হেলিকপ্টার পাঠিয়ে প্লেনটি খোঁজা শুরু হলেও খারাপ আবহাওয়ার কারণে সেই চেষ্টা ব্যাহত হয়। আরোহীদের মধ্যে ৬০ জন যাত্রী, দু’জন নিরাপত্তারক্ষী, দু’জন ফ্লাইট অ্যাটেনডেন্ট, পাইলট এবং কো-পাইলট ছিলেন।
মনে করা হচ্ছে প্লেনটি ২০ বছর পুরনো এটিআর ৭২-৫০০ মডেলের বিমান।