যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে বন্দুকধারীর হামলায় ১২ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।
হামলাকারী সন্দেহে ১৯ বছর বয়সী নিকোলাস ক্রুজ নামের স্কুলটির সাবেক এক ছাত্রকে আটক করেছে পুলিশ। তাঁকে একসময় ওই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
Read More News
নিকোলাস ক্রুজ গুলিভর্তি বন্দুক নিয়ে স্কুলের ভেতরে ঢোকার আগে বাইরে গুলি চালান। এতে তিনজন নিহত হয়। পর তিনি স্কুলের ভেতরে ঢোকেন। সেখানে ১২ জনকে গুলি চালিয়ে হত্যা করেন তিনি। এদের সবাই শিক্ষার্থী বলে ধারণা করছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো দুজন। আহত ছয়জনের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তবে আহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও সোয়াট বাহিনী স্কুল থেকে ছাত্রছাত্রীদের বের করছে। স্কুলটির বাইরে জড়ো হয়েছেন অভিভাবকরা। কয়েকজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, বন্দুক হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্কুলের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। বন্দুক হামলার সময় বিকট শব্দ শুনে ডেস্কের নিচে ও দরজার আড়ালে লুকিয়ে ছিল তারা। কিছুক্ষণ পরেই স্কুলের সামনে পুলিশ, সোয়াট এসে পড়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইটে লিখেন, ফ্লোরিডায় বন্দুক হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার প্রার্থনা ও সমবেদনা। কোনো শিশু ও শিক্ষকসহ যে কেউ আমেরিকার স্কুলে নিরাপদ নয়।