খুব শিগগিরই বিয়ের বাঁধনে বাঁধা পড়তে পারেন সালমান-লুলিয়া। প্রায় দু’তিন বছর ধরে তাদের বিয়ে নিয়ে জল্পনা চলছে বি-টাউনে। কিন্তু প্রশ্ন উঠলেই এড়িয়ে যান দু’জনে। অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সালমান খানের বান্ধবী লুলিয়া ভন্তুর।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের ব্যপারে প্রশ্ন ওঠায় লুলিয়া জানিয়েছেন যে, কোনও কাগজের টুকরো বা আইনি সিলমোহর দিয়ে প্রেমের বিচার হয় না। দু’টি মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেই যে বিয়ে করতে হবে-তারও কোনও মানে নেই।
এই প্রসঙ্গে লুলিয়া আরও জানিয়েছেন যে, সালমানের বান্ধবীর পরিচয়ে নয়, নিজস্ব পরিচিতিতেই বাঁচতে চান তিনি।
Read More News
কানাঘুষো শোনা গিয়েছিল যে, খুব শিগগিরই বিয়ের বাঁধনে বাঁধা পড়তে পারেন সালমান-লুলিয়া। তবে সেই গুজবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেছেন যে, আগামী দু’বছরের মধ্যে একেবারেই বিয়ে করতে চান না তিনি। তাই ভক্তদের যে তাদের প্রিয় অভিনেতার বিয়ে দেখার জন্য আরও অপেক্ষা করতে হতে পারে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছে রোমানিয়ান মডেল-অভিনেত্রী লুলিয়া এবং অভিনেতা মণীশ পলের নতুন গানের ভিডিও ‘হরজাই’। বেশ প্রশংসাও কুড়িয়েছে দর্শকদের।