১১টায় লা মেরিডিয়েন হোটেলে খালেদা জিয়া

জাতীয় নির্বাহী কমিটির সভায় যোগ দিতে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ এই সভায় আজকে সাবেক প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। হোটেলের ১৪ তলার গ্র্যান্ড বল রুমের এই সভায় সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারপারসন।

খালেদা জিয়া আজ বেলা ১১টা লা মেরিডিয়েন হোটেলে এসে পৌঁছালে দলীয় নেতারা তাঁকে স্বাগত জানান। তারপর তাঁকে সভাকক্ষে নিয়ে যাওয়া হয়। মঞ্চে তাঁর পাশে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন।

পরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে নির্বাহী কমিটির সভা শুরু হয়। এরপর শোক প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।  শোক প্রস্তাব উপস্থাপন্ শেষে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এর পরই লন্ডনে নির্বাসনে থাকা দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Read More News
জাতীয় নির্বাহী কমিটির সভায় কেন্দ্রীয়, জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় সাতশ নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *