আজ মঙ্গলবার সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরছেন তাঁর সরকারের করা উন্নয়ন কর্মকাণ্ড। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরামর্শ দিলেন। সবশেষে ভোট চাইলেন নৌকা মার্কায়।
Read More News
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ হাত পেতে চলবে না। বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। বাংলাদেশের মানুষ দেশে ও বিদেশে সম্মানের সঙ্গে এগিয়ে যাবে। সেটাই আমাদের লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণ করতে হলে আগামী নির্বাচন, যে নির্বাচন আগামী ডিসেম্বর মাসে হবে সে নির্বাচনেও আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা সমৃদ্ধির পথ দেখিয়েছে, নৌকা উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা ওয়াদা করেন, দুই হাত তুলে ওয়াদা করেন যে নৌকা মার্কায় ভোট দেবেন।