বলিউড কিং শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা এবার হয়তো সিনে দুনিয়ায় পা রাখতে চলেছেন। তারকা সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিতদের অন্যতম তিনি। সম্প্রতি একটি বিশেষ কারণে আবারও আলোচনায় এসেছেন তিনি। বলিউডের একটা বড় অংশ গুঞ্জন তুলেছেন যে, এবার হয়তো সিনে দুনিয়ায় পা রাখতে চলেছেন সুহানা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে সেনসেশন হয়ে উঠা সুহানার একটি ছবি ভাইরাল হয়েছে ওয়েব দুনিয়ায়। সেটা দেখে অনেকে মনে করছেন, বলিউড সিনেমার জন্য নিজেকে তৈরি করে ফেলেছেন ১৭ বছর বয়সী সুহানা। তবে খান পরিবারের পক্ষ থেকে এ বিষয়ের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, স্কুল নাটকে অভিনয় করে অনেক শিল্পীর নজর কেড়েছেন সুহানা। স্বয়ং শাবানা আজমিও তার প্রশংসা করেছিলেন। পাশাপাশি কয়েক মাস আগে করণ জোহরের অফিস থেকে সুহানাকে বের হতে দেখা। এসব মিলিয়ে তখনও একই গুঞ্জন শুরু হয়েছিল।
Read More News
তবে পড়াশোনা শেষ না করে ছেলে-মেয়েরা বলিউডে পা রাখতে পারবেন না তখনই জানিয়ে দিয়েছিলেন শাহরুখ খান।