সব বাধা বিপত্তি পেরিয়ে ২৮ বছর পর ৬ মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। বুধবার সকালে বিচারপতি সৈয়দ মোহাম্মদ সস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চের রায়ে কেটে গেছে সব অনিশ্চয়তা। ডাকসুর দাবিতে উচ্চ আদালয়ের রায়ে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা।
Read More News
২৮ বছর ধরে ডাকসুর দাবিতে চলেছে আন্দোলন, অনশন । প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও ডাকসুর দাবি ছিল সার্বজনীন। আশ্বাস দিয়েও দায়সারা ছিল প্রশাসন। ২০১২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক জন শিক্ষার্থীর রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের রায়ে কেটে গেছে অনিশ্চয়তা।
শিক্ষাবিদরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যেই ডাকসু নির্বাচন দিতে হবে প্রশাসনকে।
ডাকসু আদায়ে স্বরুপে প্রতিষ্ঠিত হোক প্রিয় বিশ্ববিদ্যালয়, কেটে যাক সব অনিশ্চয়তা এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের।