কমতে শুরু করেছে শীত। সারাদেশে শৈত্যপ্রবাহের প্রভাব কেটে যেতে শুরু করেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বিরাজ করছে চুয়াডাঙ্গা জেলায় ৮ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিনের তীব্র ঠাণ্ডার পর আবহাওয়া অফিস বলছে, বুধবার থেকে সারাদেশে বিরাজ করবে মৃদু শৈত্য প্রবাহ। তবে দেশের দক্ষিণাঞ্চলে শৈত্যপ্রবাহ কেটে গিয়ে স্বাভাবিক তাপমাত্রা ফিরে পেতে শুরু করবে প্রকৃতি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া, অঞ্চলের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
Read More News
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেলেও অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা ।