নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে কঠোর বার্তা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরে হকারদের ঠেকাতে রাস্তায় নামার পর মেয়র আইভী ও শামীম ওসমানের সমর্থক হকারদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী আহত হন।
সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব বলেছেন ম্যাসেজটা তাদের কাছে পৌঁছে দেন তারা যাতে শান্ত থাকে। পরস্পরবিরোধী অ্যাকটিভিটিসে যাতে না যায়। এ ম্যাসেজটাই আমি পৌঁছে দিয়েছি। এবং শান্তি রক্ষার জন্য যাতে প্রশাসনকে সহযোগিতা করেন।
Read More News
আসাদুজ্জামান কামাল বলেন, আজ বুধবার আমি দু’জনকেই ফোন দিয়েছি।