আওয়ামী লীগের সবুজ সংকেত পেলেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজেএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে অংশ নেবেন এ ব্যবসায়ী। আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘আওয়ামী লীগের হয়ে উপনির্বাচনে অংশ নিতে দুইজন নারীসহ ১৮ জন মনোনয়ন ফর্ম কিনেছিলেন।’ তাঁদের কারোই যোগ্যতা কম ছিল না উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘বোর্ডের সবার সিদ্ধান্তেই আতিকুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।’
Read More News
নৌকার প্রার্থী হিসেবে আতিকুল ইসলামকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতেও আহবান জানান কাদের।