অভিনেত্রী বিপাশা বসু নিজের জন্মদিনটা নিজের পছন্দ মতোই কাটালেন। আর পরিবারের সঙ্গে সময় কাটানোতেই খুশি তিনি।
প্রেম-প্রণয় বিচ্ছেদ টানাপোড়েন কাটিয়ে বিপাশা অবশেষে বিয়ে করেছেন করণ সিং গ্রোভারকে। বিয়ে হয়েছে প্রায় বছরখানেক হল। সিনেমায় ইদানীং তাকে আর বিশেষ দেখা যায় না। তবে সম্প্রতি এক কনডম প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন করে বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি আগের মতোই আবেদনময়ী আছেন।
Read More News
নিজের জন্মদিনটাও গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে একেবারে ঘরে বসেই কাটালেন। স্বামীর সঙ্গে মেতে উঠলেন খুনসুটিতে। মোমবাতি নিভিয়ে কেকে কেটে জন্মদিন পালন করেছেন। আর আছে তার প্রিয় ভাত। শরীরের খাতিরেই নিয়মিত তা খেতে পারেন না। সারা বছর অপেক্ষা করতে হয়। একটাদিন ফুরসত পেলে আর কে ছাড়ে। সেই সঙ্গে ছিল বিরিয়ানি।