শাহজাহান কামালকে চেয়ারে বসালেন মেনন

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দায়িত্ব নিতে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শাহজাহান কামাল। মন্ত্রীর কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে তাঁর হাত ধরে চেয়ারের কাছে নিয়ে যান রাশেদ খান মেনন। এরপর শাহজাহান কামালকে চেয়ারে বসতেও সাহায্য করেন তিনি। গত চার বছর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন রাশেদ খান মেনন।

দুপুরের পর নতুন দায়িত্ব পাওয়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যান রাশেদ খান মেনন। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেনন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রচুর কাজের সুযোগ রয়েছে, এখানে বাজেট বেশি। সে হিসেবে সমাজের পিছিয়ে পড়াদের জন্য কিছু করতে পারার সুযোগ পেয়ে তিনি সন্তুষ্ট। এ কাজে সবার সহযোগিতা চান তিনি।
Read More News
রাশেদ খান মেনন বলেন, আমি বলবো যে এখানে অধিকতর সুযোগ রয়েছে মানুষের সাথে কাজ করার, প্রতিবন্ধীদের এগিয়ে নেওয়া। এটা একটা বড় বিষয়, বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করছি। নির্বাচনের বছরে এ ধরনের রিশাফল, এটা স্বাভাবিক প্রক্রিয়া।

সমাজের পিছিয়ে পড়া মানুষদের সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের যে কর্মসূচি, তা সততা ও নিষ্ঠা দিয়ে এবং পরিশ্রম করে বাস্তবায়ন করাই হবে তাঁর প্রধান কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *