ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী থেকে সরিয়ে দেয়ায় প্রতিমন্ত্রী তারানা হালিম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেছেন, আমি মানুষ, রক্তে-মাংসে গড়া, আমি তো আর ফেরেশতা নই। মানুষ হিসেবে একটু তো লাগবেই। এটা কি স্বাভাবিক নয়?
তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ সমাপ্ত করেছি। স্যাটেলাইট বিষয়ে বাংলাদেশের আপামর জনগণের ভ্রান্ত ধারণা ছিল। আমি সেই ধারণা পাল্টে দিয়েছি। এ রকম পরিস্থিতিতে আমাকে সরিয়ে দেয়া হয়েছে।
Read More News
আজ বুধবার তারানা হালিমকে মন্ত্রণালয় পরিবর্তন করে তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয়। নতুন মন্ত্রণালয় কি কোন পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এখনও কিছু ভাবছি না কিংবা পরিকল্পনাও করিনি। গত দুই বছর সততার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এখনো চেষ্টা করবো।