পিএসসিতে সেরা বরিশাল, জেএসসিতে পাশের হার ৯৬.৩২

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার ৯৬.৩২ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন। অপরদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বরিশাল জেলা দেশসেরা হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শনিবার দুপুর ১টায় বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার পরিসংখ্যানগত ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, বরিশাল বোর্ডের অধীন বিভাগের ৬ জেলার ১ হাজার ৭০৪টি স্কুলের ১ লাখ ২২ হাজার ১২৪জন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। এদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী ১৭২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৫ হাজার ৭১৮ জন ছাত্র এবং ৬২ হাজার ৬৭৯ জন ছাত্রী। মোট ১ লাখ ১৮ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ৩৫ জন বিভিন্ন গ্রেডে পাশ করে। বোর্ডে মোট পাশের হার ৯৬.৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন।
Read More News
গত বছর বরিশাল বোর্ডে জেএসসি’তে পাশের হার ছিল ৯৭.৩৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৫৭০ জন। এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে বরিশাল জেলা দেশ সেরা হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *