জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ দুটি পরীক্ষায় গড় পাস করেছে ৮৩ দশমিক ৬৫ ভাগ শিক্ষার্থী।
আজ শনিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।
জেএসসিতে গড় পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। আর এতে জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। অপরদিকে জেডিসিতে গড় পাসের হার ৮৬. ৮০ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে সাত হাজার ২৩১ জন। জেএসসি ও জেডিসিতে গড় জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ শিক্ষার্থী।
Read More News
গত ১ নভেম্বর সারা দেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর। এর মধ্যে জেএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৪ লাখ ৬৯ হাজার।