‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’ এর ষষ্ঠ আসরের আজ চতুর্থ দিন। গত ২৬ ডিসেম্বর ধানমন্ডির আবাহনী মাঠে এবারের উৎসবের পর্দা উঠেছে।
উৎসবের চতুর্থ দিনের শুক্রবার ২৯ ডিসেম্বর আয়োজন শুরু হবে সুইটি দাস, অমিত চৌধুরী, স্নাতা শাহরিন, সুদেষ্ণা স্বয়মপ্রভা, মেহরাজ হক তুষার ও জুয়াইরিয়াহ মৌলির নৃত্য পরিবেশনের মাধ্যমে। তাঁরা মনিপুরি, ভরতনাট্যম ও কত্থক নৃত্য পরিবেশন করবেন। এরপর সরোদ বাদনে থাকবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়।
ওস্তাদ রশীদ খানের খেয়াল ছাড়াও এদিন থাকছে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সরোদ এবং ড. মাইশুর মঞ্জুনাথ এর বেহালা বাদন।
শুক্রবার রাতে খেয়াল নিয়ে আরও থাকবেন পণ্ডিত যশরাজ। সাসকিয়া রাও দ্য-হাস বাজাবেন চেলো। পণ্ডিত বুদ্ধাদিত্য মুখার্জির সেতার দিয়ে শেষ হবে চতুর্থ দিনের পরিবেশনা।
Read More News
এ বছর উৎসবটি উৎসর্গ করা হয়েছে গবেষক, চিন্তাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে। উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে এই উৎসব।