টাঙ্গাইলে জেলা ইজতেমা শুরু

টাঙ্গাইলে বৃহস্পতিবার ফজরের নামাজের পর দিয়ে তিনদিন ব্যাপী তাবলীগ জামাতের ‘জেলা ইজতেমা’ শুরু হয়েছে। টাঙ্গাইল শহরের বৈল্যা ধুলেচর মাদ্রাসা সংলগ্ন বনানী মাঠে বিশাল প্যান্ডেলে এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

ইজতেমায় প্রতিদিন গুরুত্বপূর্ণ বয়ান হবে। দেশি-বিদেশি ওলামায়ে কেরামরা বয়ানে অংশগ্রহন করবেন। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল দশটায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী ‘টাঙ্গাইল জেলা ইজতেমা’ শেষ হবে। নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
Read More News
স্থানীয় তাবলীগ মুরুব্বীরা জানান, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার বিভিন্ন বয়সী তবলীগি সাথীদের সাথে অন্যান্য জেলার তাবলীগি সাথীরাও ইজতেমায় সমবেত হবেন। এছাড়া বিদেশি তাবলীগি সাথীরাও টাঙ্গাইল জেলা ইজতেমায় অংশগ্রহন করবেন।

টাঙ্গাল জেলা পুলিশ জানান টাঙ্গাইল এজতেমাকে নিরাপত্তা দেওয়ার জন্য ৪৯৫ জন পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাক ধারী পুলিশ, ডিবি পুলিশ, গোয়েন্দা, চেক পোর্স্ট ও সিসি ক্যামেরায় সারাক্ষণ মনিটরিং করা হচ্ছে যাতে কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *