পাকিস্তানের কোয়েটাতে এক গির্জায় আত্মঘাতী হামলায় আটজন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে ১৬ জন। আজ রোববার বিকেলের দিকে ওই ঘটনা ঘটে।
দুজন আত্মঘাতী হামলাকারী বেথাল মেমোরিয়াল চার্চ নামের ওই গির্জায় হামলা করে। ওই সময় চার শতাধিক মানুষ প্রার্থনা করছিল। হামলাকারীদের একজন তার গায়ে লাগানো বোমার বিস্ফোরণ ঘটায়। ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অন্য হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
আহতদের কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হতাহতদের মধ্যে নারী ও শিশুও আছে।
Read More News
দ্য ডন জানিয়েছে ওই গির্জাটি আগে থেকেই সন্ত্রাসীদের হামলার লক্ষ্যবস্তু ছিল। কয়েক বছর আগেও ওই গির্জায় হামলা হয়। এ কারণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। ঘটনাস্থল থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে আফগানিস্তান সীমান্ত।