বলিউডের জনপ্রিয় পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার নীরাজ ভোরা আর নেই। গত এক বছর ধরে কোমায় ছিলেন তিনি। বুধবার রাতে অবস্থার অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ের ক্রিতি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৪ বছর।
‘ফির হেরা ফেরি’ খ্যাত এ গুণী নির্মাতা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অক্ষয় কুমার, পরেশ রাওয়ালসহ অনেকে।
Read More News
চলচ্চিত্র নির্মাতা অশোক পন্ডিত জানান, নীরাজের স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তাদের কোনো সন্তান নেই। পরিবারে কেউ না থাকায় ইন্ডাস্ট্রির কাছের বন্ধু প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার বাড়িই ছিল তার ঠিকানা।
‘কোম্পানি’, ‘মন’, ‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘পুকার’র মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন নীরাজ ভোরা। শুধু তাই নয়, ‘হেরা ফেরি’, ‘রঙ্গিলা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র চিত্রনাট্য এবং ‘ফির হেরা ফেরি’র মতো সুপার হিট ছবির পরিচালনাও করেছেন।