বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আগামীকাল রোববার রাতে গুলশান কার্যালয়ে ওই বৈঠক হবে। শনিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির ওই বৈঠকে দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে মূল আলোচনা হবে। প্রথমটি হচ্ছে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যে সহায়ক সরকার ও বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ এবং দ্বিতীয় হচ্ছে মেয়র আনিসুল হকের মৃত্যুতে সম্ভাব্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। এছাড়াও সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি বিষয়েও আলোচনা থাকবে।
Read More News
এরইমধ্যে স্থায়ী কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য চেয়ারপারসনের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।