২০১৮ শিক্ষাবর্ষের নতুন বই স্কুলগুলোতে পৌঁছেনি

২০১৮ শিক্ষাবর্ষের নতুন বই এখনো স্কুলগুলোতে পৌঁছেনি। শিক্ষকরা বলছেন, কয়েকটি শ্রেণির পাঠক্রম পরিবর্তন হওয়ায় আগে থেকে বই না এলে প্রস্তুতি নিতেই অনেক সময় লেগে যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বলছে, বিষয়টি দুঃখজনক।

এর আগে ২০১০ সাল থেকে প্রাক্-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল স্তুরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ শুরু করে সরকার। ওই বছর থেকে পয়লা জানুয়ারি বই উৎসব হয়ে আসছে।

২০১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মধ্যে ৩৫ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৪শ ১৫টি বই বিতরণ করা হচ্ছে। আগের বছরগুলোতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বই বুঝে পেতো স্কুলগুলো। তবে এবার এখন পর্যন্ত বই বুঝিয়ে দেয়া হয়নি। এতে শিক্ষকদের পাঠ পরিকল্পনায় সমস্যা হবে বলে জানান শিক্ষকরা।
Read More News

কয়েকটি শ্রেণির পাঠক্রম পরিবর্তন হওয়ায় বইগুলো আগে পেলে শিক্ষকদের সুবিধা হতো বলে জানান তারা। বছর শুরুর কয়েক সপ্তাহ আগে স্কুলে কেন বই গেল না- বিষয়টি তদন্ত করবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *