সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ১০ নম্বর বয়ফ্রেন্ড হৃত্বিক ভাসিন। সম্প্রতি শোনা গিয়েছিল হৃতিকের সঙ্গেও নাকি ব্রেকআপ হয়ে গিয়েছিল সুস্মিতা সেনের। কিন্তু, জহির খান এবং সাগরিকা ঘাটগে-র রিসেপশনে কাছাকাছি আসতে দেখা যায় হৃত্বিক-সুস্মিতাকে।
সম্প্রতি সুস্মিতা এবং হৃত্বিকের যে ছবি প্রকাশ্যে এল, তাতে জল্পনায় আরও ঘি ঢালা হল বলে ধারণা করা হচ্ছে।
Read More News
বেশ কিছু বলিউডের পার্টিতে হৃত্বিকের সঙ্গে সুস্মিতাকে ঘনিষ্ঠ হতে দেখা যায়, যা নিয়ে বি টাউনে বেশ জল্পনা শুরু হয়েছে।