ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে আবারো লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে বলে তার ঘনিষ্ঠ কয়েকজন জানান।
এর আগে শারীরিক অবস্থার উন্নতি হলে গত ১ নভেম্বর মেয়র আনিসুল হককে আইসিইউ থেকে ফিজিওথেরাপির জন্য রিহ্যাবে নিয়ে যাওয়া হয়।
তবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এখনো লন্ডনে চিকিৎসাধীন আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকা সফর শেষে ফেরার পথে তার পরিবারের সাথে সাক্ষাৎ দিয়েছেন ও তার নবভূমিষ্ঠ নাতিকে কোলেও নিয়েছেন। যে কোন রোগী ও তার পরিবারের অধিকার আছে চিকিৎসা চলাকালীন ছবি বা সংবাদ দিতে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি বজায় রাখার।
ঘনিষ্ঠ জনরা বলেন, কিছু অসভ্য মিথ্যাবাদী নানাভাবে নানারকম গুজব ছড়াচ্ছেন ও বিভিন্ন জায়গা থেকে কাট পেস্ট ফটোশপ করা ছবি দিয়ে ইন্টারনেটে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিছু লোক আকারে ইঙ্গিতে, বিভিন্ন আলোচনায় এসব নিয়ে নানা রকম মন্তব্য করছেন। এরা শুধু অসভ্যই নন, এরা মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে নানা রকম ব্যক্তিগত ও দলীয় উদ্দেশ্য সফল করতে চাইছেন। দয়া করে এসব দিয়ে বিভ্রান্ত হবেন না।
ExamsWorld