ব্রিটিশ ভদ্রলোক বাথটাবে গোসল করছিলেন, হঠাৎ দেখলেন, একটি সাপ পানি বের হওয়ার জায়গায় মাথা দিয়ে খোঁচা মারছে। বিষয়টি দেখে তিনি ঘাবড়ে যান।
লোকটির নাম গ্যারি মরিসেই, তাঁর বয়স ৩৪ বছর এবং পেশায় একজন শিক্ষক। তিনি গোসলের সময় দেখা এই অনাহূত অতিথির সম্পর্কে বলেন, ‘আমি গোসলের সময় পানিপ্রবাহের পথে কিছু একটা দেখতে পাই। তখন জানতাম না, সেটা কী ছিল। কিন্তু যখন কাছ থেকে দেখলাম, বুঝলাম সেটি একটি সাপ। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি।
Read More News
মরিসেই সাপটির বেরিয়ে আসার এই প্রচেষ্টার ভিডিও ধারণ করেন। তিনি জানান, সে সময় তিনি ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন, বিষয়টি চমৎকার। তিনি আরো জানান, সাপটি কি বিষাক্ত নাকি বিষহীন, তা সে মুহূর্তে বুঝতে পারেননি। পরে ফেসবুকে সাপটির কিছু ছবি আপলোড করলে তাঁর বন্ধুদের অনেকে সাপটিকে শনাক্ত করতে পারে। জানা যায়, সাপটির নাম কর্ন। ব্যাপারটি ভীতিকর হলেও মরিসেই তা সামলে নিয়েছিলেন।