টানা নয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে ওই রুটে ফেরি চলাচল শুরু হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারকে পার করার মধ্য দিয়ে এই ফেরি চলাচল শুরু।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচলের তথ্য নিশ্চিত করেন।
Read More News
পাটুরিয়া প্রান্তে শত শত যানবাহনের সঙ্গে কয়েকটি লাশবাহী অ্যাম্বুলেন্স আটকা পরে। পরে ফেরির উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বৃষ্টি আর বাতাসের মাত্রা কিছুটা কম অনুভুত হলে রো-রো ফেরি ‘গোলাম মওলা ’ ও ‘রুহুল আমিন ’ নামের দুটি ফেরি দিয়ে আটকা পড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারকে ও লাশবাহী অ্যাম্বুলেন্সের গাড়ী পারাপারের উদ্দেশ্যে চালু করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসলে বহরের অন্য ফেরি পুরোদমে চালু করা হয়।