বাংলাদেশে চালু হলো ‘পেপ্যাল জুম’ সেবা

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন প্রতিষ্ঠান পেপ্যালের জুম সেবা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সেবার উদ্বোধন করেন।

‘পেপ্যাল‍ জুম সার্ভিস অ্যান্ড ফ্রিল্যান্সার কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়।

এ সময় ইন্টারনেটের দাম প্রতিবছর কমানোর আশ্বাস এবং এ বছরের মধ্যেই ফোর জি চালুর ঘোষণাও দেন সজীব ওয়াজেদ জয়।
Read More News

বিশ্বের ২০৩টি দেশে পেপ্যাল সেবা চালু আছে। জুম সেবা চালুর ফলে পেপ্যালের অ্যাকাউন্টধারীরা এখন থেকে যুক্তরাষ্ট্রের পেপ্যাল অ্যাকাউন্টধারীদের ওয়ালেট ব্যবহার করে প্রতিবার সর্বোচ্চ ১০ হাজার ডলার পাঠাতে পারবেন। এক হাজার ডলার পর্যন্ত পাঠাতে প্রায় পাঁচ ডলার ফি লাগবে। আর এক হাজার ডলারের বেশি অর্থ পাঠাতে কোনো ফি লাগবে না। প্রাথমিকভাবে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, সোস্যাল ইসলামী, উত্তরা, পূবালী, সিটি ও ইসলামী ব্যাংকে এই সেবা চালু হচ্ছে। অনুষ্ঠানে ১৬ জন ফ্রিল্যান্সারকে পুরস্কৃত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *