ইন্সটাগ্রামে প্রকাশ করলেন তৃতীয়বারের মতো মা হতে চলেছেন মেসি-পত্নী আন্তোনেলা রোকুজ্জো।
ছবির ক্যাপশনে লেখা ‘ফ্যামিলি অফ ফাইভ’, অথচ ছবিতে দৃশ্যমান কেবলই চারজন। মেসি, রোকুজ্জো, তাদের দুই শিশুপুত্র থিয়াগো (৪) এবং মাত্তেও (২)। এর মানে যে পঞ্চম সদস্যটি রোকুজ্জোর গর্ভে- তা বুঝে নিতে কষ্ট হয়নি কারও।
সেই কৈশোরেই একে অন্যের প্রেমে পড়েছিলেন মেসি আর রোকুজ্জো। দিনে দিনে গাঢ় হওয়া সম্পর্কের মধ্যেই হয়েছেন দুই সন্তানের বাবা-মা। চলতি বছরের জুলাইয়ে ধুমধামের সঙ্গে সেরেছেন বিয়েটাও। এবার পরিবারকে আরেকটু বড় করার দিকেই ঝুঁকলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার!
Read More News
খেলার দিক থেকেও সময়টা দারুণ কাটছে বার্সেলোনা স্ট্রাইকারের। মৌসুমের শুরুতেই ১৬ টি গোল এরমধ্যেই দিয়ে ফেলেছেন তিনি।