‘ঢাকা অ্যাটাক’ এর সাফল্যে খুশি ফারুকী

৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। মুক্তির পর থেকেই ছবি দেখতে হলগুলোতে টিকেট পাচ্ছে না মানুষ। প্রথম দুই দিনের হল রিপোর্টগুলোও ছবিটির ব্যবসায়িক সফলতা নিশ্চিত করেছে। আর এই ছবি নিয়ে আগে থেকেই সাধারণ দর্শকের মতো আশাবাদী ছিলেন দেশের তারকা নির্মাতা ও অভিনেতারা। ‘ঢাকা অ্যাটাক’-এর সফলতা নিয়ে এবার দূর দেশ থেকে প্রশংসা বার্তা পাঠালেন দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মুক্তি প্রতীক্ষিত নিজের আসন্ন ‘ডুব’ ছবিটি নিয়ে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালগুলোতে যোগ দিতে বর্তমানে নির্মাতা ফারুকী আছেন দেশের বাইরে। বিশেষ করে দীপংকর দিপনের আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে বেশ আশাবাদী ফারুকী। দেশীয় প্রেক্ষাগৃহে প্রথম দিনেই ‘ঢাকা অ্যাটাক’-এর জয়জয়কার শুনে তাই ভিনদেশে থাকলেও চুপ থাকলেন না তিনি।
Read More News

গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ারের গল্পে নির্মিত ‘ঢাকা অ্যাটাক’। ছবিতে আছে মোট ২৩৮টি চরিত্র! এরমধ্যে আরিফিন শুভ, মাহিয়া মাহি, আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, শিপন মিত্র উল্লেখযোগ্য।‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *